Sharing is caring!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত পিকআপচালকের নাম রবিউল ইসলাম। তার বাড়ি নিয়ামতপুর উপজেলায়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে এই মর্মান্তক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপচালক রবিউল নিহত হন এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন।
পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এসময় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।