১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ভূ‌মিদস্যুরা বসতভিটা দখ‌লের চেষ্টা ও হত্যার হুম‌কি : প্রতিবাদে সংবাদ সন্মেলন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
লক্ষ্মীপুরে ভূ‌মিদস্যুরা বসতভিটা দখ‌লের চেষ্টা ও হত্যার হুম‌কি : প্রতিবাদে সংবাদ সন্মেলন

Sharing is caring!

ওমর শা‌কিল,লক্ষ্মীপুর ‌জেলা প্র‌তি‌নি‌ধি::

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাতপুর গ্রামের বসতভিটা দখল করতে উঠে লেগেছে স্থা‌নিয় কিছু ভূমিদস্যুরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক‌টি লিখিত বক্তব্যে

ভুক্তভোগী সফি উল্লার ছেলে মো. তারেক বলেন, ভূমিদস্যুরা ইতোমধ্যে আমাদের তিন শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। দীর্ঘদিন ধরে তারা আমাদের গৃহবন্দি করে রাখার পাঁয়তারা করছে। গত এক মাসে একাধিকবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতভিটা দখলের চেষ্টা চালায়।

চলতি মাসের ১৮ আগস্ট তাদের বসতভিটা দখল করতে আসলে এ সময় তাদের বাধা দিলে তার বাবা প্রতিবন্ধী বোন ও ভাগনিকে এলোপাত
মারধর করে। পরে ৯৯৯-এ কল করলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আমার পরিবারকে সহযোগিতা
করে। তারা আমার কলেজ পড়ুয়া ভাগ্নিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে ভয়ভীতি দেখাচ্ছে।

তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে এসব কারণে আমার শঙ্কিত। এমন অভিযোগ করেন ভুক্তভোগী সফি উল্লাহসহ তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ভূমিদস্যু মো. সিরাজের ছেলে ওবায়দুর রহমান আবু, সাইফুল, আজাদ, সায়মন, সিদ্দিক উল্লার ছেলে মনির হোসেন সুমন, শফি উল্লার ছেলে মোসলেহ উদ্দিন, বাবুল মিয়ার
ছেলে তানভীর সিকদার এবং আনোয়ার উল্লার ছেলে নুরুল হুদা। তারা স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাতপুর নাছিরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত‌দের গ্রেফতার ও বসতভিটায় ফিরার সুযোগ, এবং নিরাপত্তায় বসবা‌সের সহযোগিতা ও আইন শৃংখলা বাহিনী ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবী জানিয়েছেন ভুক্তভোগী প‌রিবার।