২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির বিকনা খানবাড়ী নূরানী মাদ্রাসায় অভাব, তবুও থেমে নেই, কোরআন শিক্ষা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
ঝালকাঠির বিকনা খানবাড়ী নূরানী মাদ্রাসায় অভাব, তবুও থেমে নেই, কোরআন শিক্ষা

Sharing is caring!

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি ঃ

ঝালকাঠির উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা বাদামতলা
এলাকায় আর্থিক সংকটের মাঝে কোরানের আলো ছড়াচ্ছে খানবাড়ী নূরানী মাদ্রাসা।

এখানে কোমলমতি শিশুদের কোরআান শিক্ষার লক্ষে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

নূরানী মাদ্রাসাটিতে প্রায় ৩০ জন ছাত্র/ছাত্রী নূরানী পদ্ধতিতে কোরআন সিক্ষা দেওয়া হচ্ছে।

নূরানী মাদ্রাসার সভাপতি মোঃ আরিফ খান বলেন, দীর্ঘ ৩০ বছর
আগে আমার পূর্ব পুরুষরা বাসন্ডা ইউনিয়নের বিকনা মৌজার জমি থেকে ২৩ শতাশং জমি মাদ্রসার নামে দান করে। তখন কিছু বছর নূরানী মাদ্রসাটি তারা পরিচালনা করে কিন্তু
কারণ বসত মাদ্রাসা বন্ধ হয়ে যায়।

বর্তমানে আমাদের এলাকার যুবসমাজের প্রচেষ্টায় মাদ্রাসাটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছি। আর্থিক সংকটের কারণে মাদ্রাসাটির
নিজস্ব কোন ঘর তুলতে না পাড়ায় একটি ভাড়া ঘর ভারা নিয়ে সেখানে কচি কাচা সোনা মনিদের কোরআান শিক্ষা দেওয়া হয় । তাই গত ১ বছর যাবৎ মাদ্রাসাটির পাশে একটি ঘরের কয়েকটি রুম ভাড়া নিয়ে পরিচলনা করে আসছি এবং প্রত্যেক ছাত্র/ছাত্রীদের বিনা মূল্যে বই
প্রদান করা সহ বিভন্ন ধরনের সুবিধা দেয়া হয়। কিন্তু দিন যত যায় মাদ্রাসার ছাত্র/ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় মাদ্রাসার নিজস্ব ঘর ও সরঞ্জামাদির দরকার তা না হলে নূরানী মাদ্রাসাটি পরিচালনা করা কষ্টকর হয়ে যাচ্ছে।

তাই যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে বিকনা যুবসমাজের এ উদ্দেশ্যে নূরানী মাদ্রাসাটি চালিয়ে রাখতে পারি। তার জন্য সমাজের বৃত্তবান ব্যাক্তিদের কাছে সার্বিক সহযোগীতা কামানা করছি।