১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শান্তি দিবস পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শান্তি দিবস পালিত

Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

বিশ্ব শান্তি দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। একটি যুদ্ধহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয়

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে ২০০১ সালের ৭ই সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১-এ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। মূলত সারাবিশ্বের শান্তি প্রতিষ্ঠাই এই দিবসটি পালনের লক্ষ। তাই এই দিবসটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত একটি শ্লোগান হচ্ছে ‘যুদ্ধ নয়-শান্তি চাই’।

আজ ২১সেপ্টেম্বর স্কাউট বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সদর উপজেলায় বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে, জেলা প্রসাশকের কার্যলয়ের সামনে থেকে কিছু কিছু সড়ক প্রদক্ষিণ করে শান্তি দিবসের র‍্যালী করা হয়।

উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রসাশক তাজকিরুজ্জান,সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।