Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক চুক্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিনিধি সভা হয়ে চাঁপাইনবাবগঞ্জে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার সকালে জেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. মজিবুল হক বকু। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির।
সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ রনু, রাজশাহী মহানগর যুবজোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন, কর্ণেল তাহের সংসদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হক, শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার, গোমস্তাপুর উপজেলা জাসদের সভাপতি গোলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জাসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাতীয় নারী জোটের জেলা শাখা সভাপতি তৌহিদা খাতুন কমলা, জেলা জাসদ-ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা জাসদ-ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা খান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা, পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।