Sharing is caring!

শেখ মোঃ ছাদিম, বিশেষ প্রতিনিধিঃ
খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের তিন বছর পূর্তি উপলক্ষে (২০ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে খতিরা পীর মীয়া চান খা (রঃ) মাদ্রাসার হল রোমে বিগত বছরের কার্যক্রম নিয়ে প্রকাশিত “আলো আসবেই” নামক স্মারক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক আবু তাহের এর উপস্থাপনায় এবং সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান জনাব আবু জাহিদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এই সংগঠনেরই প্রতিষ্ঠিতা সদস্য জনাব মাহবুবুর রহমান,হযরত শারফিন শাহ (রঃ) একাডেমির প্রধান শিক্ষক জনাব তারেকুর রহমান,সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, সংঘটনের সাধারণ সম্পাদক এবং স্মারকের সম্পাদক নোমান আহমদ,উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শাহজান সাহেব,খতিরা মাদ্রাসার সুপার জানাব মাওলানা ফখরুল ইসলাম,খতিরা তালামীযের সভাপতি মোঃ নিজাম উদ্দিন। জালাল পুর উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান,সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন ইমানী,সাংগঠনিক সম্পাদক আনিসুল হক অপু,প্রচার সম্পাদক সালমান আলী সৌরভ গাঁও গ্রামের চ্যানেলের প্রধান সম্পাদক শেখ মোঃ ছাদিম, সহ অারো অনেকেই।
অনুষ্ঠানটি প্রচার করা হবে গাঁওগ্রামের চ্যানেলের থেকে । অতিথি বৃন্দ তাদের বক্তৃতায় স্মারক এবং ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের কাজ কর্মের মাধ্যমে খতিরা গ্রাম আলোকিত হবে সেটাই প্রত্যাশা করে।। পরিশেষে সভাপতির বক্তব্য এবং মাওলানা ফখরুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।