১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে সাংবা‌দিক লিটন মাহমুদ‌ কে হত্যার হুম‌কি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
মুন্সিগঞ্জে সাংবা‌দিক লিটন মাহমুদ‌ কে হত্যার হুম‌কি

Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধন,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: গত ক‌য়েক বছর ধ‌রে সাংবাদিক লিটলকে নানান রক‌মের প্রস্তাব দি‌য়ে অাস‌তে ছি‌লো এক‌শ্রেনীর দু‌নী‌তিবা‌জের দল । তাহা‌দের প্রস্তা‌বে রা‌জি না হওয়ার কার‌নে গত তিন চার দিন ধ‌রে নানান প্রকার হুম‌কি দি‌য়েই চল‌ছে অব‌শে‌ষে অাজ বিকাল ৪:৩০‌মি: লিটনকে এই হত্যার হুম‌কি আসে ।

এ ব্যপারে লিটন জানান যতই হুম‌কি দেওয়া হোক অা‌মি কখ‌নোই দুনী‌তির বিরু‌দ্বে মাথা নত ক‌রবো না । অা‌মি মুন্সীগন্জ‌ সদর উপ‌জেলার অন্তরগত মিরকা‌দিম পৌরসভার সন্তান হ‌য়ে ও কেন অামা‌কে হত্যার হুমকী দেওয়া হ‌লো অা‌মি তো কা‌রো ক্ষ‌তি কর‌ি নাই । অা‌মি অাওয়ামী লীগ ক‌রি ব‌লেই কি অামার অপরাধ। অা‌মার কি স্বাধীন দে‌শে ব্যা‌ক্তি স্বাধীনতা নেই । অামার প্র‌তি কেন এই অাচরন । না‌কি সাংবা‌দিকতা করার দরুন অাপনা‌দের সমস্যা হচ্ছ‌ে । সাংবাদিক লিটনকে হুমকি দেয়ায় প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।