Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধন,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: গত কয়েক বছর ধরে সাংবাদিক লিটলকে নানান রকমের প্রস্তাব দিয়ে অাসতে ছিলো একশ্রেনীর দুনীতিবাজের দল । তাহাদের প্রস্তাবে রাজি না হওয়ার কারনে গত তিন চার দিন ধরে নানান প্রকার হুমকি দিয়েই চলছে অবশেষে অাজ বিকাল ৪:৩০মি: লিটনকে এই হত্যার হুমকি আসে ।
এ ব্যপারে লিটন জানান যতই হুমকি দেওয়া হোক অামি কখনোই দুনীতির বিরুদ্বে মাথা নত করবো না । অামি মুন্সীগন্জ সদর উপজেলার অন্তরগত মিরকাদিম পৌরসভার সন্তান হয়ে ও কেন অামাকে হত্যার হুমকী দেওয়া হলো অামি তো কারো ক্ষতি করি নাই । অামি অাওয়ামী লীগ করি বলেই কি অামার অপরাধ। অামার কি স্বাধীন দেশে ব্যাক্তি স্বাধীনতা নেই । অামার প্রতি কেন এই অাচরন । নাকি সাংবাদিকতা করার দরুন অাপনাদের সমস্যা হচ্ছে । সাংবাদিক লিটনকে হুমকি দেয়ায় প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।