Sharing is caring!

জামরুল ইসলান রেজা,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ইজাজুল হক রনি ভাইয়ের সমর্থনে তালা প্রতীকের সমর্থনে সম্মাননা স্বরূপ সংবর্ধণা অনুষ্টান সম্পন্ন হয়েছে
২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ছাতক সুলেমান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্টিত হয়। কলারুকা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী কবির মিয়ার সভাপতিত্বে ও আং কাইয়ুম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্টানের প্রধান অথিতি তরুন রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইজাজুল হক রনি, সুনামগঞ্জ জেলার তালামিযের সভাপতি মোং জাহিদ হাছান লিটন ৪ নং মাইক্রোবাস ছাতক
সাখার সাধারন সম্পাদক খালেদ আহমদ। সুনামগঞ্জ জেলার তালামিযের সাংঘটনিক সম্পাদক তুফায়েল আহমদ মিনার। হাসনাবাদ বাজার কমিটির সাধারন সম্পাদক বাহা উদ্দীন শাহী প্রমুখ।
অনুষ্টানে বক্তব্যের শেষে উপস্থিত সকলের মধ্যে, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন পরিচালনায় মাঠ পর্যায়ে “একনিষ্ঠ সহযোগীদের” কে সম্মাননা স্মারক প্রধান করেন অনুষ্টানের প্রধান অতিথি জনাব ইজাজুল হক রনি।