Sharing is caring!

মোঃ মনজুরুল ইসলাম
ঢাকা জেলা প্রতিনিধি।
শুক্রবার ( ২০ সেপ্টেম্বর/ ১৯,ইং) সময় বাদ জুমা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত!
সাভার, উপজেলা তেঁতুল ঝোড়া ইউনিয়নের, হরিণধারা, উত্তরপাড়া( রূপায়ন হাউজিং) হেমায়েতপুর, সাভার, ঢাকা।
মাদিনাতুল উলুম আমিনীয়া মাদ্রাসা , এর উদ্যোগ পবিত্র কোরআন শরিফ প্রথম( সবক) পাঠদান উপলক্ষে দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয় মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে।
উক্ত দোয়া মাহফিলে, ওয়াজ ফার মা-ই বেন, ইসলামের ধর্মীয় বিষয় বস্তু নিয়ে।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম।
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন।
দোয়া পরিচালনা করেন, প্রখ্যাত আলেম দ্বীন, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ নুরুজ্জামান, পীর সাহেব ( পিরোজপুর)।
আরও অন্যনান্ন ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন,
প্রধান মেহমান, জনাব মোঃ দ্বীন ইসলাম ( লিটন মিয়া) সদস্য, রূপায়ণ হাউজিং, হেমায়েতপুর, সাভার, ঢাকা।
উক্ত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন, জনাব হাজী মোঃ আবুল কাশেম, সদস্য, রূপায়ণ হাউজিং, হেমায়েতপুর, সাভার, ঢাকা।
সম্মানিত সভাপতি সাহেব বলেন, সকলের প্রতি দ্বীন ইসলাম শিক্ষায় শিক্ষিত হবার, আহ্বান জানান,
কোরআন শিক্ষার পাশাপাশি, প্রাথমিক শিক্ষা নিয়ে একজন, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিতো করাই আমাদের মূল্য লক্ষ্য উদ্দেশ্য।
উক্ত দোয়া মাহফিল ও আল্লাহর ইলমেদ্বীন শিক্ষা শিক্ষিত, করে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনুক ! প্রধান বক্তাতার বক্তব্য বলেন।
বিশেষ দ্রব্য ঃ মহিলাদের জন্য ডিজিটাল, স্টা লাইট মাধ্যমে, পর্দার সহিত ওয়াজ শোনার জন্য সু ব্যবস্থা করা হয়েছে।
উক্ত মাদ্রাসার পরিচালক,
মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম, বলেন এক মাত্র আমরাই আমাদের শিক্ষার্থিদের, প্রাথমিক শিক্ষা ও সমাপনী পরীক্ষা দেয়াই।
অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয়।