Sharing is caring!

বিশেষ প্রতিনিধি : মহিউদ্দীন হাসান।
স্টিলের পাত দিয়ে তৈরি গিটারটির উচ্চতা ১৮ ফুট। গিটারটিতে রয়েছে ছয়টি তার। নগরীর গোল পাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার পথে গিটারটির সামনের অংশ চোখে পড়ে।
বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ভাস্কর্যের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শিল্পীর শহরে তার প্রথম মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করা হল।
সিটি মেয়র বলেন, “সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষায় এই রুপালি গিটার সমেত ফোয়ারাটি তৈরি করা হয়েছে।
“রূপালি গিটার ছিল আইয়ুব বাচ্চুর অত্যন্ত প্রিয় বাদ্যযন্ত্র। সারা দেশেই তার ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এ কারণেই তিনি দেশ বরেণ্য শিল্পী, একজন কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব।