Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের আনু- ষ্ঠানিক র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। বুধবার ২৫ জুন পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাচ পরিয়ে দেয়া হয়।পুলিশ কনস্টেবল থেকে পদোন্নতিপ্রাপ্ত ‘এটিএস আই’ পদে একজন এবং এটিএসআই থেকে টিএসআই পদে একজনসহ মোট দুইজনকে ব্যাচ পরানো হয়। ফুলেল শুভেচ্ছাসহ র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এসময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে শুভেচ্ছাসহ ঊষ্ণ অভিনন্দন জানান।তিনি তাঁদের পেশা- দারিত্বের প্রতি গুরুত্বারোপ এবং ন্যায়-নিষ্ঠার সহিত অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের উদাত্ব আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্)মো.শরিফুল ইসলাম ছাড়াও জেলা পুলিশের সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।