Sharing is caring!

সহকারি বার্তা সম্পাদক
মোঃ সিয়াম হোসেন
শেরপুরের শ্রীবরদীতে কৃষি প্রণোদনার আওতায় ২০২৪/২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার উদ্বোধন করা হয়েছে। ২৩ শে জুন (সোমবার) দুপুর দুইটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে আলোচনা সভা ও ৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়। শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা মৎস কর্মকর্তা ইসমাত জাহান,উপজেলা উপসহকারী প্রকৌশলী সুব্রত দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন,খড়িয়া কাজিরচর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল হেলাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব আলী প্রমুখ। উল্লেখ্য: শ্রীবরদী উপজেলায় মোট ৮৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার দেওয়া হবে। প্রতি কৃষক পাবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিওপি ১০ কেজি এমওপি সার। উদ্বোধন হিসেবে খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।