Sharing is caring!

মোঃ সিয়াম হোসেন
সহকারি বার্তা সম্পাদক
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে দু’পক্ষের সংঘ*র্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ জুন শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। জানা যায়, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশ্বে যানবাহনের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দেশীয় অস্ত্র সহ আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুরুতর আহত আবুল হাসনাত (৩৮), আরশ আলী (৫৫), আইছ উদ্দিন কালু (৪০), আবু ছায়িদ (২০), রবিউল ইসলাম (৫৫) ও আব্দুর নুর (২০) সিরাজ মিয়া (২০), আবু সুফিয়ান (২৩), দিলোয়ার হোসেন (২৫), জাকির হোসেন (২১), গিয়াস উদ্দিন (৬০), লালু মিয়া (৩৫), গাজি শাহ (৪০), মোহাম্মদ আলী (২২)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।