Sharing is caring!

প্রেস বিজ্ঞপ্তি:
২৩ জুন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এইচএসসি ১১ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা ঠাকুর বাজার চিশতিয়া মাদ্রাসা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা গাজী নাবিদ ইশতিয়াকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর যুব রেড ক্রিসেন্টে সোসাইটির আজীবন সদস্য , শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য , শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়। প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে, ভালো ফলাফল করার ব্যাপারে বেশি করে পড়াশোনা করতে হবে। তিনি আরও বলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সকল স্বেচ্ছাসেবী সদস্যদের কর্মকান্ডের পাশাপাশি নিজের পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে এবং নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যেও কাজ করতে হবে। ভালো কাজের সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা -২ আব্দুল্লাহ আল নাবিদ আরাফাত পাটোয়ারী, জাহিদুল ইসলাম, সাকিবুল হাসান ,সাদমান সাকিব, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, মারুফ ,দোলা সহ কার্যপরিষদের সদস্য ও যুব সদস্য । সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়কে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটি টিমের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
