Sharing is caring!

Report– মোঃ সিয়াম হোসেন
সহকারি বার্তা সম্পাদক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরখাস্তকৃত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাহউদ্দীন জোয়ারদার মামুনের বিরুদ্ধে। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে প্রবেশ করে তিনি সমাজসেবা অফিসার ও ইউনিয়ন প্রশাসক শরিফ উদ্দীন এবং সচিব আশরাফুল আলমকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ইউপি সচিব আশরাফুল আলম বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। পূর্ববর্তী সময়ের কোনো ঠিকাদারি বিল সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু সাবেক চেয়ারম্যান সালাহউদ্দীন জোর করে অফিসে ঢুকে আমাকে এবং প্রশাসক স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেওয়ার হুমকি দেন।” প্রশাসক শরিফ উদ্দীন জানান, মামুন চেয়ারম্যানের দাবি করা দুইটি ঠিকাদারি বিল এখনও বকেয়া রয়েছে। তবে সেই কাজের বাস্তবায়ন কমিটিতে থাকা ইউপি সদস্য শহিদুল ইসলাম ও সাহেব আলী বিল অনুমোদনে স্বাক্ষর না করায় বিল দেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে বিএনপির একটি সূত্র দাবি করেছে, আওয়ামী লীগ নেতা মামুন এর আগেও রাজনৈতিক সহিংসতায় জড়িত ছিলেন। তিনি নাকি বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাড. আসাদুজ্জামানের উপর হামলা চালিয়ে তার পিঠে অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করে সালাহউদ্দীন জোয়ারদার মামুন সাংবাদিকদের বলেন, “আমি কাউকে হুমকি দেইনি। স্বাভাবিকভাবে আমার পাওনা বিলের খোঁজখবর নিতেই ইউনিয়ন অফিসে গিয়েছিলাম।” এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর কোনো লিখিত অভিযোগ পেয়েছে কি না, তা জানা যায়নি। তবে এ বিষয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।