Sharing is caring!

বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জে গতকাল সোমবার সকাল ১১টার পর একটি ভুট্টাবোঝাই ট্রলির মেরামতকালে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মিল রোড এলাকায় বিয়ারিং ভেঙে পড়ায় ট্রলিটি রাস্তার পাশে জ্যাক দিয়ে দাঁড় করানো হয়েছিল। তবে জ্যাকের কাজ চলাকালীন হঠাৎ জ্যাকটি ভেঙে গেলে ভারসাম্য হারিয়ে ট্রলিটি পাশের একটি বাড়ির দেয়ালের উপর আছড়ে পড়ে এবং দেয়ালটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। দুর্ঘটনার সময় বাড়িটির ভেতরে কয়েকজন মানুষ অবস্থান করছিলেন। ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি, তবে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকের কাজ করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের প্রাণহানি ঘটে যেতে পারতো। এ ঘটনার পর এলাকাবাসী ভারী যানবাহনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং সঠিক নিরাপত্তাব্যবস্থা ছাড়া এ ধরনের মেরামত কাজ চালানো ঝুঁকিপূর্ণ।