Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
৪২ কোটি টাকা ব্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মান ও স্যানিটেশন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এসব কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। পৌর এলাকার তাবলীগ মসজিদ সংলগ্ন মাঠে মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামানসহ অন্যরা। শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন কাজের জন্য বরাদ্দকৃত ৪২ কোটি টাকার মধ্যে সাড়ে ৯ কিলোমিটার ড্রেনেজ, ১০ টি পাবলিক টয়লেট, ২৭টি কমিউনিটি ল্যাট্রিন, ১টি স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ১টি সলিড বর্জ্য কম্পোস্টিং ব্যবস্থাপনা, ৪৮টি কমিউনাল বিন ও ১টি সলিড বর্জ্য সটিং সেড নির্মান কাজের উদ্বোধন করা হয়। এসব প্রকল্পে বরাদ্দ রয়েছে ২৩ কোটি টাকা।