১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল।

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল।

Sharing is caring!

 

শাহ্ মোঃ রেজাউল ইসলাম
সাভার (ঢাকা) প্রতিনিধি।

শনিবার (৩১/০৮/২০১৯)
বিকালে ঢাকা, সাভার উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টির উদ্যেগে ঢাকা, আরিচা মহাসড়কের, সাভার বাজার বাসষ্ট্যান্ডে।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতিও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কুলখানি! উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উক্ত আলোচনা সভায় সাভার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল হামিদের, সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ আজিজুর রহমান আজিজ।

অনুষ্ঠানে সাভার পৌর জাতীয় যুব সংহতির, সভাপতি হাবিবুর রহমানের, সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ার হোসেন মিলন,

এসময় শুভেচ্ছা বক্তব্য বলেন, উনি ইসলামকে বাংলায় রাষ্ট্র ধর্ম করেছিলেন, শুক্রবার ছুটির দিন ঘোষণা করেছিলেন, টেলিভিশন আজান প্রচারের নিয়ম করেছিলেন।
পল্লী বন্ধু অবদানের কথা কোন দিন ভুলতে পারবোনা এবং বলে শেষ করতে পরবোনা।

আমার সকালে মরহুম, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, জীবন ও তার রাজনৈতিক দিকনির্দেশনা গুলো,ও তার আদর্শকে বুকে নিয়ে জাতীয় পার্টি কে সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

এদেশের কৃতি সন্তান সাবেক প্রেসিডেন্ট, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, রুহের মাগফেরাত কামনা করি।

ঢাকা, সাভার উপজেলা জাতীয় পার্টির সাবেক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাভার উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ন আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা, শাহজাহান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সমাজের আহবায়ক, মাসুদী হাসান মামুন।

এ সময় আলোচনা সভায় বক্তারা পল্লী বন্ধু এরশাদের আরও বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকান্ড তুলে ধরেছেন, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক।
পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তার সঠিক নেতৃত্বের কারণে দেশের জেলা, উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, বেড়িবাধের নির্মাণ হয়েছে। বক্তারা আরো বলেন, পল্লীবন্ধুর মোহাম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শে উজ্জিবিত হয়ে সকল নেতৃবৃন্দকে সামনে এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা, ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা, করেন মুফতি আব্দুর রাজ্জাক।
পরে গরীব,অসহায়, দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।