২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রয়েল নামে (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গৌরিপুর কাউয়া ভাষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রয়েল শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের শফিকুল ইসলাম তানুর ছেলে।

চৌডালা পাওয়ার স্টেশনের ইনচার্জ মিলন জানান, শনিবার সকালে গৌরিপুর কাউয়া ভাষা গ্রামে পল্লী বিদ্যুতের ঠিকাদারের শ্রমিকরা বিদ্যুতের লাইনের পাশে গাছ কাটছিল। এ সময় খুঁটিতে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে মারা যান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জসিম উদ্দীন জানান, থানায় কেও অভিযোগ দেয়নি। পরিবারে সদস্যরা নিজ বাড়িতে নিয়ে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।