১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

লামায় তথ্য অফিসে উদ্যোগে আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
লামায় তথ্য অফিসে উদ্যোগে আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী

Sharing is caring!

 

উনুয়ই মার্মা রুহি (বান্দরবান)জেলা প্রতিনিধি:

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ” শীর্ষক বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় বান্দরবানে লামা তথ্য অফিস কর্তৃক ফাইতং উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন। এতে প্রধান আলোচক ছিলেন লামা তথ্য অফিস প্রধান ও সহকারি তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী। এতে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুজা আকবর,ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জোবাইর,মোঃ শহিদুল্লাহ মিন্টু -২সহ শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তথ্য অফিসের ঘোষক মোঃ সেলিম মিয়া।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ; তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর; কর্মসংস্থানের নিশ্চয়তা; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ; নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ; পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা; সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল; মেগা প্রজেক্টসমূহ পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,মহেশখালীতে কয়লা বিদ্যুৎ প্রজেক্ট এর মত প্রকল্প দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন; গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা; দারিদ্র্য নির্মূল; সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি; সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি; সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা; সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার; বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা; আধুনিক কৃষি-ব্যবস্থার লক্ষ্য যান্ত্রিকীকরণ; দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন; জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা; ব্লু-ইকোনমি – সমুদ্রসম্পদ উন্নয়ন; নিরাপদ সড়কের নিশ্চয়তা; প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ; টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন-বিষয়ে সরকারের লক্ষ্য ও পরিকল্পনার বিস্তারিত ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়।

তারা আরো বলেন, ‘উন্নয়নের ১৩ বছর’ ক্যাটাগরিতে- খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন ও শিশুর বিকাশ, শিল্প ও বাণিজ্যের সোনালি সময়, অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক উন্নয়ন, আলোর পথে দুর্বার বাংলাদেশ, সবার জন্য যুগোপযোগী শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সুবিধাভোগীদের তথ্য উল্লেখ করা হয়।

এছাড়াও পাহাড়ে উন্নয়নের ছোয়া, টেকসই উন্নয়নে পরিবেশের সুরক্ষা, স্বাবলম্বী, উদ্যমী যুবসমাজ গঠন, উন্নত যোগাযোগ, কর্ম ও বাসস্থান, সুস্থ জাতি সুন্দর ভবিষ্যৎ, মুক্তিযোদ্ধাদের পাশে সরকার, আঞ্চলিক ও বৈশ্বিকসম্পর্ক উন্নয়নের মাইলফলক ক্যাটাগরিতে গত দুই মেয়াদে সরকারের নেয়া পদক্ষেপ ও সফলতার উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়।

এ বিষয়ে রুপকল্প -২০২১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ ‘ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’, এক্ষেত্রে শিরোনাম দেয়া হয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।