১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে লাফার্জ কারখানা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও পথ সভা

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
ছাতকে লাফার্জ কারখানা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও পথ সভা

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে শ্রমিকদের নুন্যতম মজুরী প্রদানসহ বিভিন্ন দাবীতে এবং শ্রমিক ছাটাই ও নির্যাতনের প্রতিবাদে উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাফার্জ হোলসিম কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে কারখানা সংলগ্ন এলাকায় পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনূল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তারা লাফার্জ হোলসিম কারখানা থেকে সদ্য ছাটাইকৃত ৫ শ্রমিকের দৈনিক মুজুরী প্রদান সহ কাজে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান। তাদের এ দাবী মেনে নেয়ার জন্য লাফার্জ কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন বক্তারা। অন্যতায় সোমবার সকাল থেকে কারখানা গেটে অবস্থান ধর্মঘট পালন করবে শ্রমিকরা। পথ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংঘঠনের উপদেষ্টা আওরঙ্গজেব খান। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আব্দুন নূর মোড়ল, সায়েম আহমদ, দুলাল মিয়া, শ্রমিক ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মাছুম আহমদ, শ্রমিক নেতা স্বপন মিয়া, রুবেল রানা, আনোয়ার পাশা প্রমুখ। বক্তারা বলেন, ছাতক লাফার্জসহ বিভিন্ন কারখানাতে দালালদের মাধ্যমে কথায়-কথায় শ্রমিক ছাটাই ও নির্যাতন করা হচ্ছে। এসব বন্ধ করে শ্রমিকদের ন্যায্যদাবী পূরনের আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, সরকারী বিধি অনুযায়ী শ্রমিকদের নূন্যতম মজুরী, উৎসব ভাতা, শিফট এলাউন্স, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা, দায়িত্ব পালনের সময় ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা সুবিধাসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল সুবিধা কারখানা কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। এসময় শ্রমিক নেতা রাজু আহমদ, শিব্বির আহমদ, সাইফুল আহমদ, ছালেক মিয়া, সাদ মিয়া, আনোয়ার হোসেন, সোনা মিয়া, রুবেল মিয়া, আলাউদ্দিন, সাহেদ মিয়া, সেলিম মিয়া, আব্দুল কাহার, লিমন মিয়া, সাদিক মিয়া, ফারুক আহমদ, সৈয়দ আহমদসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নোয়ারাই বাজারে উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়ন কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।