Sharing is caring!

মনজুরুল ইসলাম
ঢাকা জেলা প্রতিনিধি।
২৯/০৮/২০১৯ বৃহস্পতিবার অনিক দেবনাথ ঃ পিতা ডাঃ সচিন্দ্র দেবনাথ। গ্রাম ঃ সিমরাইল পোঃসিমরাইল। থানাঃ কসবা।জেলাঃ ব্রামনবাড়িয়া।
গরীব হতদরিদ্র পরিবারের!
অনিক সে খুব ভাল গান গাই অতি গরীব ঘরের ছেলে । তাই সে একটু সুযোগ অপেক্ষায় , ভালো কোন চ্যানেল তার প্রতিভা বিকাশিত হোক। তাকে এই দুনিয়াতে কেউ কিছু হতে গেলে কারও না কারও সাহায্য প্রয়োজন হয়।
কিন্ত তার টাকাও নাই, তার, গান করবে সাহায্য জন্য কোন লোক নাই, তবে বেশ কিছু দিন যাবত তার ফেসবুকে গান গুলি দেখে আমার সত্যি খুবিই ভাল লাগল। তাই নিজেই যোগাযোগ করে জানতে পারলাম , তার ফেসবুক মেসেজোরে। তবে তার সাথে, কথা বলে আসলে, তার কথা শুনে আমার মনটা কেমন হয়ে গেল, আমি ভাবছি সে মনে হয় কোন সিঙ্গার! ফেসবুকে গান গুলি সুনে, তাই, তার সাথে কথা বলে দেখলাম! তার জীবনে এই গানকে ভালোবেসে হারিয়েছে অনেক কিছুই। তবে তেমন কিছুই পাই নি, তবে, আজ আমার এই নিউজ করে দিলাম! কোন টাকা পয়সার বিনিময়ে না, তার গান সুনে, তাই কোন, গীতীকার কোন সুরুকার। যদি তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে সে একদিন, পুরু বাংলাদেশ কে কাপিয়ে দিবে, আর ও খবর নিয়া জানলাম। তার একটি ইউটেব চ্যনেলও আছে সে খান থেকে কোন কিছু আয় আসতেছেনা,,,, আসুন আমার মতে তাকে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ধন্যবাদ, , ফেসবুক আইডি,,, আর ইউটেব চ্যনেলটি,, (ফেসবুক (সুরের মেলা অনিক) youtube (samajk media onik) আশা করি তার গান গুলো, সুনার অনুরোধ রহিলো ধন্যবাদ,, ভাই,,,,
আপনার সহযোগিতায় পৌঁছে দিবে হয়তো তার লক্ষ্য উদ্দেশ্য।