১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দিনব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ২৭ আগষ্ট মঙ্গলবার বিকালে ভোলাহাট উপজেলায় মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মডেল মসজিদটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর রহমান, উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ডিডি ইসলামী ফাউন্ডেশন আবুল কালাম, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হুসেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, ভাইস চেয়ারম্যানদ্বয় গরিবুল্লাহ দবির ও শাহনাজ খাতুন, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সুনিল কুমার ঘোষ, প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মুনিমুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
মডেল মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করার পূর্বে দলদলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বাইসা পুকুর গুচ্ছ গ্রাম অধিবাসিদের মাঝে গাছের চারা বিতারন ও ৪জন শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করেন। পরে উপজেলা হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ন ৪টি হুইল চেয়ার, ৫টি চশমা, অপরদিকে সমাজসেবার পক্ষ থেকে ৪জন ভিক্ষুককে মুদি দোকানের জন্য ৬০ হাজার টাকার সমপরিমান সামগ্রী বিতরন করেন ও “আমার বাড়ি আমার খামার” প্রকল্প থেকে ৬জনের মাঝে ১ লক্ষ ৯৩ হাজার ৫০ টাকা ঋণ প্রদান করেন।