৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধি: ঝরে গেলো আরেকটি তাজা প্রান, চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনায় প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ হাবিব।

বৃহস্পতিবার(১১ জানুয়ারি)২০২৪ খ্রিঃ বিকেল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়া উপজেলার চুনতি জানগালিয়া মাজারের প্রধান সড়কের সামনে(মারসা বাস – মটরসাইকেল এর মুখামুখি সংঘর্ষে এ-ই দুর্ঘটনা ঘটে।
বাইকের চালক স্পটে মৃত্যুবরণ করে এবং তারসাথে থাকা আরেক বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

মৃত মোঃহাবিব লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী নামক এলাকার বাবুলের ছেলে।
সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত আছে।