১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

শেখপাড়া আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে হিফজ সমাপনী সংবর্ধনা অনুষ্টান,

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
শেখপাড়া আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে হিফজ সমাপনী সংবর্ধনা অনুষ্টান,

Sharing is caring!

 

শেখ মোঃ ছাদিম বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ০৭ নং জালালপুর ইউনিয়ন তালামীযের আওতাধীন শেখপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে হিফজ সমাপনী ও অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংবর্ধনার আয়োজন করা হয় জালালপুর বাজার সংলগ্ন (মা কমিউনিটি সেন্টারে) উক্ত এই মহতি আয়োজনে এস এম ফাহিম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামেপাক তেলাওয়াত করেন হা: সালমান আহমদ
শুভেচ্ছা বক্তব্য দেন শেখপাড়া আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম ( তুন্না ) এবং শাখার সাধারণ সম্পাদক শাহ রায়হান রাহিম,
অতিথিদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মো: মাহবুবুর রহমান আরও বক্তব্য দেন জালালপুর ইউনিয়ন তালামীযের সভাপতি নাজমুল হুসেন রাজন, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানু,
প্রধান অতিথির বক্তব্য বলেন, এ রকম মহতি আয়োজন বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ, এবং অতিথিবৃন্দ পরামর্শ দেন আগামীতে এরকম নব নব উদ্যোগ হাতে নেয়ার আওবান জানান।
আর উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
হাফিজ মাও আব্দুস শহিদ (বিপ্লবী)
হাফিজ ক্বারি মোঃ হুসাইন আহমদ,
ক্বারি মোঃ সহিদুল ইসলাম,
মোঃ সাইদুর রহমান (বাদশা)
আব্দুল্লাহ আল হুসাইন, আসফাক আহমেদ জুয়েল,জিবলু আহমেদ সহ,
অনুষ্টানটি প্রাচার করেনঃ
গাঁও গ্রামের চ্যানেলের প্রধান
সম্পাদক ও প্রকাশক,
জাতীয় অভিযোগ পত্রিকা
বিশেষ প্রতিনিধি শেখ মোঃ ছাদিম।
এবং শেখপাড়া আঞ্চলিক শাখার সভাপতি এস এম ফাহিম এর সমাপনী বক্তব্য ও শেখপাড়া জামে মসজিদের ইমামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।