Sharing is caring!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন ও খাষকাউলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাক এনজিওর অর্থায়নে, ১০০ পরিবারের মাঝে নগদ ৩০০০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়। ২৬/৮/১৯ ইং সোমবার উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন এর দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বিপ্ববী সাধারন সম্পাদক গরিবের সরকার নামে খ্যাত নন্দিত জননেতা জনাব,ফারুক সরকার,৷ প্রধান অতিথীর বক্তব্যে বলেন সরকারের সেবার পাশাপাশি বিভিন্ন এনজিও সেবামূলক কাজ করছেন ৷তাদের সেবার মান অব্যাহত রাখার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, খাসকাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল রহমান শহীদ, খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাসুম শিকদার, সাবেক ছাত্রনেতা দাউদ রানা, এরিয়া ম্যানেজার রোকনুজ্জামান, শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, একাউন্টস অফিসার মামুন, আকতারুজ্জামান, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফ সরকার, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।