২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

নগরীর দেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে পলোগ্রাউন্ডের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, সোয়া পাঁচটার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ শনাক্তের চেষ্টা করছি।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা ট্রেনের নিচে চাপা পড়েন তিনি। এরপর তার মাথা-মুখমণ্ডলের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়