৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে দাসগ্রাম রাস্তা সংস্কারে ব্যস্ত -মেম্বার শংকর

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩
নন্দীগ্রামে দাসগ্রাম রাস্তা সংস্কারে ব্যস্ত -মেম্বার শংকর

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শংকর কুমার সরকার জনসাধারণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে বৃহৎপ্রতিবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেই রাস্তা সংস্কার কাজ করেন।

দাসগ্রাম-বোয়ালিয়া আঞ্চলিক সড়কের ৫০০ মিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উভয় দুই পাশে পাকা সড়ক হলেও হাফ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাফ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ২২ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় মানুষের। এতে অর্থ ও সময় দুইটাই নষ্ট করতে হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের।

পথচারী পলি, সাদেক,বুলু মিজান,হাসান,সহ অনেক বলেন, মেম্বারের রাস্তার কাজ করা দেখে আমিতো অবাক হয়ে গেছি। জনগণের সেবক এমনই হওয়া উচিত। সাধারণ মানুষের কথা চিন্তা করে সে নিজেই রাস্তার কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড সদস্য শংকর কুমার সরকার বলেন, আমারতো রাস্তা পাকাকরণের ক্ষমতা নাই। খরার সময় রাস্তাটা কর্মসূচির লোকজন নিয়ে কাজ করে নিয়েছিলাম। বৃষ্টিতে এ রাস্তার অবস্থা খুব খারাপ হছে। কাজের লোকও পাচ্ছিনা তাই নিজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে জনগণের চলাচলের ব্যবস্তা করছি।