Sharing is caring!

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস! উপলক্ষে আওয়ামী হকার্সলীগ, সাভার উপজেলা এর উদ্যোগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আঃ গনি, সবার দাবি দবা মেনে নিয়ে সবাইকে কথা দিলেন, আওয়ামী হকার্সলীগের কথা আমি সবগুলো শুনলাম। আপনাদের দাবি যত দূরে পৌঁছে দেয়ার আমি পৌঁছে দেবো।
আরো উপস্থিত ছিলেন রাজপথ কাঁপানো,জন নেতা, নজরুল ইসলাম নাহিদ মোল্লার ১৫ আগস্ট দুঃখের মাস। এই শোকের মাসে, শুধু দুঃখে কথাই! আসে যিনি না জন্ম নিলে, পেতাম না আমরা এই বাংলা।
ভাষা যিনি ছিলেন দেশ ও মাটির সাথে মিশে তিনি হলো। আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার মেয়ে দেশ মমতাময়ী শেখ হাসিনা, তাহার কথা বলে শেষ করা যায় না ভিন্ন ধরনের নেএী যিনি ৫ ওয়াক্তের নামাজের শেষে। ফজরের নামাজের সময় ৩০ মিনিট কোরআন তেলোয়াত করেন।
সাভার, উপজেলা চেয়ারম্যান জনাব মনজুরুল আলম রাজিব, উপজেলার কাজে ব্যাস্ত থাকারর কারণে উপস্থিত হতে পারেনী! বলে অন্তরিক ভাবে সকলকে দুঃখ প্রকাশ জানায়!
আরো উপস্থিত থাকার কথা ছিলো, তেঁতুল ঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর তিনি কোন কারণ বসতে উপস্থিত থাকতে পারলেন না!উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের আগনিত,নেতা, নেত্রী গন।
হকার্সলীগের নেতৃত্ব দিয়ে থাকেন লিটন খন্দকার, উনার বক্তব্যে জানাযায় হকাসলীগের চলছে অনিয়ম! চার বছর যাবত কোন সরকারি ভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন দিচ্ছে না! আমাদের নির্বাচন! আমারা চাই নির্বাচনে কে দারাবে আমাদের জানার নেই! হকার্স লীগের লোকজনেরা চায় আবারও নতুনভাবে দেওয়া হোক নির্বাচন। হকার্স যে মাথা গুজার একটা আফিস যে একটু বসার জন্য একটা জায়গা পাওয়া যায়।