Sharing is caring!

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্বরণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল শোক র্যালি বের হয়। সহশ্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আওয়ামিলীগের নেতৃবৃন্দের নেতৃত্বে শোক র্যালীটি উপজেলার ভানুগাছ স্টেশন সড়ক প্রদক্ষিণ করে সাব-রেজিস্ট্রার মাঠে শেষ হয়। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় র্যালি শেষে সাব-রেজিস্ট্রার অফিস সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এড. আজাদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দেক আলী।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা লীগ সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্নশ্রেণীর নেতৃবৃন্দ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সবশেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।