১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড মোড়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড মোড়ের কিডস্ ক্যাডেট ক্যাম্পাস চত্তরে ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন, ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ কাওছার উল আলম।

বিশেষ অতিথি ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাঃ রফিউজ্জামান, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মাহতাব উদ্দীন এর সঞ্চালনায় এজেন্ট ব্যাংকিং সম্পর্কে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী জোনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান, ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পপুলার পোল্ট্রি ফিডের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাঃ জিয়াউল হক।