১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

আরো ২৬ ডেঙ্গু রোগী চট্টগ্রামে শনাক্ত

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯
আরো ২৬ ডেঙ্গু রোগী চট্টগ্রামে শনাক্ত

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার নতুন করে শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে চমেক হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে বর্তমানে ১২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন রোগীর মধ্যে ২ জন আইসিইউতে ভর্তি আছেন। আর গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। শনাক্ত ৬ জনের মধ্যে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আনোয়ারা উপজেলায় ১ জন, ইউএসটিসি হাসপাতালে ৩ জন এবং ম্যাক্স হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার। তবে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে গতকাল একজন রোগীও শনাক্ত হয়নি বলে জানিয়েছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। হাসপাতালটিতে শনিবার ৫১ জনের রক্ত পরীক্ষা করা হয় জানিয়ে এর মধ্যে একজনের শরীরেও ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান তিনি।
সবমিলিয়ে জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৬৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা যোগ করলে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা সাতশ ছাড়িয়েছে।