Sharing is caring!

এস আল-আমিন খাঁন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী লঞ্চ ঘাটে ১৮ ই আগস্ট শনিবার বিকাল ৪ টার সময় এম ভি কুয়াকাটা নামক লঞ্চে হামলার ঘটনায় পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
অনুসন্ধান জানাগেছে,ইজারাদার ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে এই হামলার হয়েছে বলেন জানান কুয়াকাটা লঞ্চ কেবিন সুপারভাইজার এস এম ফারুক,তিনি আরও বলেন গাজী হাফিজুর রহমান প্রতি লঞ্চ থেকে পাঁচটি ডাবল এবং সিঙ্গেল কেবিন অবৈধভাবে দাবি করেন।তাকে কেবিন দিতে অস্বীকৃতি জানালে গাজীর লোকজন তার উপর হামলা চালায় এসময় তিনি ও লঞ্চের নিয়োজিত ১০ জন কর্মী আহত হয়েছে।অন্যদিকে এ হামলার পর থেকে লঞ্চ যাত্রীদের ও আশে পাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।এ ব্যাপারে সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশ সাথে সেখানে যায় এবং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে প্রচুর পরিমান পুলিশ সেখানে মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।