Sharing is caring!

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, ভারতেশরী হোমস্ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। শনিবার (১৭ আগস্ট) দুপুরে ব্যক্তিগত সফরে কুমুদিনী হাসপাতালে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় কুমুদিনী পরিবার।
কুমুদিনী হাসপাতালের এম.এম.এ ওয়ার্ড (ডেঙ্গু) ও বিভিন্ন ওয়ার্ড এবং পরে ভারতেশরী হোমস্ ও এর ভিতরে পি.পি.এম হলসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্রে যোগ দেন সচিব। সে সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিবের সহধর্মিণী ও তার পরিবারের সদস্যবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, ভারতেশ^রী হোমসের উপাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
এর আগে গত (১৬আগস্ট) তিনি উপজেলার মহেড়া জমিদারবাড়ি পরিদর্শন করেন। সে সময় টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।