১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মিরকাদিমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯
মিরকাদিমে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধঁণ,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মিরকাদিমে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সমাবেশ,দোয়া মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মিরকাদিম পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর কার্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অাওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক মো: কামাল আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল কবির মাষ্টার,রামপাল ইউনিয়ের চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, মিরকাদিম পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নাছিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবু তাহের, কাউন্সিলর আ: মজিদ, মো: হারুন অর রশিদ, জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মাসুদ ফকরী খোকন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় পৌরসভাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন।