৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাদ গেলেন জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার একাধিক সাংবাদিক

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
বাদ গেলেন জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার একাধিক সাংবাদিক

Sharing is caring!

 

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাপ্তাহিক অভিযোগ প্রিন্ট পত্রিকা থেকে বাদ দেওয়া হয়েছে একাধিক সাংবাদিকদের। পত্রিকার নিয়ম কানুন না মানার জন্য তাদের পত্রিকা থেকে অব্যাহত করা হয়েছে।

৬ জানুয়ারি (শুক্রবার) রাত ৯ টায় পত্রিকা কতৃপক্ষ তাদের মিটিং এ তাদের প্রতিনিধিদের অব্যহতির কথা নিশ্চিত করেন।

কতৃপক্ষ জানায়, তাদের বার বার বলার পর ও তারা নিউজ দেয় না, পত্রিকার কোন নিয়ম ই তারা মানে না এবং আমরা অনেক তদন্ত করে জেনেছি তারা কোন সাংবাদিক নন, কোন গণমাধ্যম কর্মীও নন। তাই তাদের পত্রিকায় বিপদ জনক মনে করে বাদ দেয়া হয়েছে।

তারা আরও জানান, পত্রিকা থেকে তাদের যা যা দেয়া হয়েছে( কার্ড, ফিতা, নিয়োগপত্র), সেই জিনিসপত্র সাত দিনের মধ্যে পত্রিকার অফিসে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা গেলো। যদি তারা জমা দিতে ব্যর্থ হন। তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একনজরে যারা পত্রিকা থেকে বাদ পরেছেন:

১/ সৈয়েদ তারেখ
২/ বিকাশ দাশ
৩/ পাপিয়া আক্তার পাখি
৪/ শেখ সবুজ
৫/ এনামুল হক বিজয়
৬/মোঃ সবুজ রহমান
৭/ রফিকুল ইসলাম
৮/ তারাজুল ইসলাম
৯/ তোফাজ্জল হোসাইন
১০/রথীন্দ্রনাথ মন্ডল
১১/মোঃ রফিকুল ইসলাম
১২/ খন্দকার টিটু
১৩/ এইচ এম কবির হোসেন
১৪/ এম এ রহমান শিপন
১৫/ নুর নেওয়াজ
১৬/ বিমল চন্দ্র বর্মন
১৭/ তাপস সরকার
১৮ /রিয়া হাসান

উল্লেখিত সাংবাদিকগণ এখন থেকে জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার প্রতিনিধি নন। অতএব তারা যদি কোনো বে আইনি কর্মকান্ডের সাথে জড়িয়ে পরে। তাহলে পত্রিকা কতৃপক্ষ দায়ী থাকবে না।