১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিল সহ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
চাটখিল সহ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ ২০২২ সালকে কে বিদায় জানিয়ে ২০২৩ সাল কে স্বাগত জানানোর মধ্য দিয়ে চাটখিল উপজেলা সহ দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল (ভিপি সাকিল)।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় তিনি জানিয়েছেন,পুরাতন বর্ষের বিদায় বেদনার হলেও নব-বর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে,সবাইকে জানাই ইংরেজি নব-বর্ষের শুভেচ্ছা!

নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও জানিয়েছেন,সুখের স্মৃতি রেখ মনে,দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে ,মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে।

ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়।
এই কামনায় সবাইকে আবারও জানায় হ্যাপি নিউ ইয়ার-২০২৩।