১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এমপি লিটন হত্যার ৬ বছর, শোক সভা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২২
এমপি লিটন হত্যার ৬ বছর, শোক সভা ও দোয়া মাহফিল

Sharing is caring!

মোঃ ফিরোজ কবির সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম লিটন ও প্রয়াত সাবেক উপজেলা নেতৃবৃন্দের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। এর আগে, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক ও এমপি লিটনের একমাত্র সন্তান সাকিব সাদনান রাতিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মুরাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশিকুজ্জামান প্রামাণিক তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমীন প্রামাণিক, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শহীদ মঞ্জুরুল ইসলাম লীটন ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নের প্রতীক। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিরা তাকে তাঁর কাজগুলো শেষ করতে দেয়নি। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তাঁর হত্যাকারীদের দ্রুত ফাঁসির আদেশ কার্যকর করার দাবি জানান বক্তারা।