১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিল ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে এইচ এম ইব্রাহীম এমপির মতবিনিময় সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
চাটখিল ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে এইচ এম ইব্রাহীম এমপির মতবিনিময় সভা

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী-১ (চাটখিল-সোনামুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, যেকোনো দুর্যোগ মুহূর্তে আপনাদের পাশে ছিলাম-আছি, আগামীতে ও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে আপনাদের কাছে আমার হক রয়েছে এবং আমার কাছে আপনাদের হক রয়েছে। এইচএম ইব্রাহিম এমপি বলেন, এলাকার আত্মসামাজিক উন্নয়ন, সরকারি ভাতা পাওয়ার উপযোগীদের শতভাগ ভাতার অধীনে এনে এবং বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে
আমি আমার হক আদায় করার চেষ্টা করেছি।

(৩০ ডিসেম্বর) শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, এলাকার সর্বস্তরের জনগণের সাথে আয়োজিত এক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহীম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন। এমপি এইচ এম ইব্রাহীম বলেন প্রত্যেক এমপির জন্য এলাকার উন্নয়নের একটা বরাদ্দ থাকে। ব্যারিস্টার খোকন সাহেব এমপি থাকাকালে ঐ বরাদ্দ দিয়ে এলাকার কোন উন্নয়ন করেননি। এমনকি তিনি এলাকার জনগণের খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু অনুভব করেননি।

আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন,৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।