Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠিত, একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখলা ইউনিয়নের সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৮ শে ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় নোয়াখলা ইউনিয়নের জীব নগর উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল সাড়ে ৪ টায়, নোয়াখলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমির, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন, ইউপির চেয়ারম্যান হাজী মানিক,চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু, যুবলীগ নেতা ইকবাল বাহার সুমন প্রমুখ নেতৃবৃন্দ।