১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নওগাঁয় বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
নওগাঁয় বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

Sharing is caring!

 

মোঃ মাহাবুব আলম,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্যারীমোহন সাধারন গ্রন্থাগার চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সময় টিভি’র প্রতিনিধি এম.আর রকি বক্তব্য রাখেন। বৈশাখী টেলিভিশনের ১৮ বছরে পদার্পন উপলক্ষে চ্যানেলটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বক্তারা।জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক বাংলা প্রতিনিধি সবুজ হোসেন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান রতন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, এখন টিভি প্রতিনিধি আব্বাস আলী, এশিয়ান টিভি প্রতিনিধি লোকমান আলী, বাংলা টিভি প্রতিনিধি আশরাফুল নয়ন, বণিক বার্তা প্রতিনিধি আরমান হোসেন রুমন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুর রাকিব,বাংলাদেশ কন্ঠ প্রতিনিধি রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।