১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আহমদ হোসেন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২
পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আহমদ হোসেন

Sharing is caring!

 

মোঃ জুনায়েদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরার বিষয় সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে “উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়”।

লক্ষ কোটি নেতা-কর্মীর উৎকন্ঠার অবসান ঘটিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

এতে টানা দশমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মত আবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের এবং টানা পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ নির্বাচিত হলেন আহমদ হোসেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনে। সারা দেশে কাউন্সিলর ও ডেলিগেটের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর পরিষদের সদস্যরা সম্মেলনে যোগ দেন।

দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ঘোষিত হলো পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটি। নেত্রকোনা জেলার সকল পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে পূর্বধলা উপজেলার তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রাণের নেতা আহমদ হোসেনকে ঘিরে ছিল উত্তেজনা ও ব্যাপক প্রত্যাশা।

সম্মেলনে সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে আহমদ হোসেনেরনাম টানা পঞ্চমবারের মত ঘোষিত হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে উপস্থিত পূর্বধলার আওয়ামী লীগসহ সবার মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আহমদ হোসেন বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এক অন্যন্য সাধারণ নেতা, যার রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অতীত রাজনৈতিক ইতিহাস। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্যার এ এফ রহমান হলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের তিন বারের সহ-সম্পাদক এবং বর্তমানে টানা পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমের কল্যাণে পূর্বধলায় এ সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনগণের মধ্যে বয়ে যায় এক আনন্দের বন্যা এবং সকলের অংশগ্রহণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও বিশাল আনন্দ র‌্যালি। তাদের প্রিয় নেতার প্রতি আস্থা রাখায় পূর্বধলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবমহিলা লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।