Sharing is caring!

জাহিদ হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান এর তত্ত্বাবধানে এলএসআই ইন্ডাস্ট্রিস এর পক্ষ থেকে ১৫০০ শীতার্ত ও দুস্থদের মাঝে একটি করে কম্বল ও ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
২৪ ডিসেম্বর (শনিবার) “লাভ ফর টাইওয়ান “এ স্লোগানকে সামনে রেখে তাইওয়ান ভিত্তিক দাতব্য ফাউন্ডেশন এলএসআই -ফু টাইন ফাউন্ডেশনের রিলিফ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন, এলএসআই ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মিস্টার চেন,ডিরেক্টর উয়ি ও তার পরিবারের সদস্যবৃন্দ।
এসময় দহগ্রাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাবিবুর রহমান,ত্রাণ বিতরণকালে ইন্ডাস্ট্রির চেয়ারম্যানকে বরণ করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।