Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ শে ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন বক্তব্য রাখেন।