Sharing is caring!

মোঃ ফিরোজ কবির সুন্দরগঞ্জ উপজেলার প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শোভাগঞ্জ মাধ্যমিক ভোকেশনাল স্কুল এন্ড কলেজ মাঠে, উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টারের সভাপতিত্বে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, বকুল বিশ্বাস।যুগ্ন সাধারণ সম্পাদক মান্নান সরকার। আশরাফুল ইসলাম মিলু, প্রচার সম্পাদক। ওয়াহেদুজ্জামান সরকার, মোয়াজ্জেম হোসেন, নাহিদ হাসান,সিদ্দিকুল ইসলাম লিচু।শোভাগঞ্জ ভোকেশনাল কলেজের সুপারেনটেনডেন্ট মোজাম্মেল হক সহ আরও অনেকে।
এর আগে একটি র্যালী বের হয়ে শোভাগঞ্জ ডিগ্ৰী কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।