Sharing is caring!

মোজাম্মেল হক,বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃঃ
বিশ্বম্ভরপুর উপজেলা বাসী সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ–উল আযহার শুভেচ্ছা – ঈদ মোবারক জানায়।
জাতীয় সাপ্তাহিক পত্রিকার পরিবারের পক্ষথেকে ঈদ-উল আযহার শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা ,ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ” ঈদ–উল–আযহা’র এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা–বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি।
আমাদের মাঝে, ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি।পবিত্র ঈদ–উল–আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। একই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।