১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পত্নীতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
পত্নীতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Sharing is caring!

সারাবিশ্বের ন্যায় (১০) ডিসেম্বর শনিবার নওগাঁর পত্নীতলায় ইন্টরন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আয়োজনে উৎযাপিত হয়েছে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস। পথসভা, মানববন্ধন ও অসহায়দের মাঝে সাহায্য উপকরণের মাধ্যমে কর্মসূচি পালিত হয়। দুপুর সাড়ে ১১টায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রবিউল ইসলাম এবং পরিচালনা করেন, সাংবাদিক শাহিদ হাসান। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ শাখার স্পেশাল কো-অর্ডিনেটর রুবাইত হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান, নজিপুর সরকারী কলেজের ছাত্রলীগ সভাপতি শামিম রেজা প্রমুখ।

রুবাইত বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ট্রাইব্যুনাল আছে কিন্তু পুরুষ নির্যাতন ট্রাইব্যুনাল নেই। আবার চাকরিতে মহিলা কোটা আছে, ছেলেদের নেই। তাহলে কিভাবে মানবাধিকার হলো? মানবাধিকারে নো ম্যান, নো ওমেন। এখানে আনতে হবে হিউম্যান। তাহলেই প্রতিষ্ঠা হবে সুরক্ষিত অধিকার।

উল্লেখ্য, নাশকতা এড়াতে পত্নীতলা থানার দুইটি টিমের কড়া নিরাপত্তার মাধ্যমে কর্মসূচি পালিত হয়।