১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিলে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২
চাটখিলে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলের উত্তর নারায়নপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং শনিবার সকালে ক্লাবের অফিসে আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ক্লাবের দাতা সদস্য কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন চেয়ারম্যান এস.এম বাকী বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান।

আলোচনা সভা উপস্থাপনা করেন সাংবাদিক মামুন চৌধুরী ও পরিচালনা করেন ক্লাবের সদস্য রিয়াদ হোসেন।

আলোচনা সভা শেষে স্থানীয় ২৫০জন ব্যক্তির ব্লাড গ্রুপিং নির্ণয়ের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রধান অতিথি এসএম বাকী বিল্লাহ এর ব্লাড গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে। ব্লাড গ্রুপ নির্ণয়ের কার্যক্রম পরিচালনা করেন চাটখিল নোভা ডায়াগনস্টিক সেন্টার। উল্লেখ্য এই ক্লাব স্থানীয় গরিব অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।