২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ দূতাবাস বৈরুত লেবানন এর পক্ষ থেকে ঈদ মোবারক ও ঈদ শুভেচ্ছা!

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
বাংলাদেশ দূতাবাস বৈরুত লেবানন এর পক্ষ থেকে ঈদ মোবারক ও ঈদ শুভেচ্ছা!

Sharing is caring!

 

হেলাল আহমদ, লেবানন থেকে :- আগামীকাল রোববার বছর ঘুরে আবার এলো ত্যাগ ও মহিমা, আনন্দ-উৎসবের দিন পবিত্র ঈদুল আজহা। শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসবে এই উৎসব। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার এদিনে লেবানন ও সাইপ্রাসসহ সারা বিশ্বে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে পবিত্র ঈদুল আজহা-র আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বৈরুত বাংলাদেশ দূতাবাস।

ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য নিজের অহমিকা ও উচ্চাভিলাষ উৎসর্গ করা। পশু কোরবানির ভেতর দিয়ে মানুষের ভেতরের পশুপ্রবৃত্তি, কাম-ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা প্রভৃতি রিপুকে কোরবানি দিতে হয়। কোরবানির আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগ ও আত্মোৎসর্গের মনোভাব নিয়ে এবারও উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এছাড়া ঈদ সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এমনই কামনা করে দূতাবাস।