৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোকান মালিক সমিতির নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার রুবেল

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২
দোকান মালিক সমিতির নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার রুবেল

Sharing is caring!

 

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা সুন্দরগঞ্জ:গাইবান্ধার সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি

প্রার্থী মিনিষ্টার প্লাজার সত্তাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল সাংবাদিকদের সাথে
মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে তরুণ উদ্যোক্তা ব্যবসায়ি রুবেল
কয়েকজন ব্যবসায়িকে সাথে নিয়ে মতবিনিময় করেন। এসময় ইঞ্জিনিয়ার রুবেল নতুন
চিন্তা চেতনার আলোকে সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যবসায়িদের দুঃখ-দুর্দশা লাঘব ও অধিকার আদায়ে পাশে থাকার জন্য ব্যবসায়ীদের
আগ্রহে সভাপতি পদে নির্বাচন করছেন। এছাড়া সমিতির সদস্যদের মাধ্যমে তহবিল
গঠন করে প্রাকৃতিক দর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে অর্থ
দিয়ে ব্যবসায়িক কর্মকান্ড সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিরপেক্ষ নির্বাচন
হোক তিনি এ প্রত্যাশা করে সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার রুবেল মোটর সাইকেল প্রতীক নিয়ে সুন্দরগঞ্জ বাজার দোকান
মালিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার
সংখ্যা ৪৯৫ জন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ
সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও কার্যকরী সদস্য পদে ৮ জনের বিপরীতে ১৩ জন
প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। আগামি ২৬ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিক উপস্থিত
ছিলেন।